আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।বেশি কথা বলবো না শুরু করা যাক!
কিভাবে android app বানানো যায় ?
কিভাবে নিজের একটি app তৈরী করব
এবং ফ্রীতে কোনো কোডিং ছাড়া মোবাইল
এপস বানানোর নিয়ম কি,যদি আপনি এই জিনিস গুলি নিয়ে ভাবছেন, তাহলে
চিন্তা করবেননা। আজ এই আর্টিকেলে আমি, আপনাদের এমন ৩ টি ওয়েবসাইটের নাম বলবো, যেগুলিতে গিয়ে আপনারা নিজের একটি এন্ড্রয়েড
মোবাইল app ফ্রীতে
বানিয়ে নিতে পারবেন।
এবং, app তৈরি করার জন্য
আপনার কোনো রকমের
কোডিং স্কিল (coding skill)
বা নলেজ (knowledge) এর
প্রয়োজন হবেনা।
Free websites to create mobile
applications !
এন্ড্রয়েড এপস তৈরী করার ৩
টি সেরা ওয়েবসাইট (Create
free android apps)
এন্ড্রয়েড apps আজকাল
অনেক পপুলার এবং ৯৫%
লোকেরা নিজের android
মোবাইলে apps ব্যবহার
করেন। তাই, আজকাল সব
ধরণের ওয়েবসাইট, বিসনেস
বা প্রোডাক্টের (product)
একটি করে app version
আপনারা পেয়ে যাবেন।
এমনিতে তো এন্ড্রয়েড এপস
তৈরির নিয়ম আলাদা এবং
তার জন্য আপনার কিছু
বিশেষ ধরণের কোডিং বা
programming language এর নলেজ
থাকাটা অনেক জরুরি। এবং,
এমনি একটি প্রোগ্রামিং
ভাষা হলো JAVA. আপনার যদি
জাভা (java) language এর
জ্ঞান থাকে, তাহলে অনেক
সহজেই apps তৈরি করতে
পারবেন।
অবশে, এই জাভা language এর
আলাদা কোর্স থাকে যেটা
আপনারা যেকোনো কলেজ
বা ইনস্টিটিউট (institute)
থেকে করতে পারবেন। বা,
যদি চান তাহলে অনলাইন
“w3school java tutorial”
ওয়েবসাইট টিতে গিয়ে
জাভা language শিখতে
পারবেন। এবং, তারপর
নিজেই যেরকম মন সেরকম
মোবাইল app বানাতে
পারবেন।
কিন্তু, এখন যদি আপনারা
বলেন যে, “আমাদের কোনো
প্রোগ্রামিং ভাষার নলেজ
নেই” বা “আমরা জাভা বা
অন্য কোনো programming না
শিখেই মোবাইল এপস তৈরী
করতে চাই” তাহলে সেটাও
সম্ভব।
হে, ইন্টারনেটে এমন
কৈয়েকটি ওয়েবসাইট আছে
যেগুলি ব্যবহার করে,
আপনারা ফ্রীতেই নিজের
android app বানিয়ে নিতে
পারবেন। এবং, সেগুলি
দিয়ে টাকা ও আয় করতে
পারবেন। আমি নিচে সেই
সেরা ওয়েবসাইট গুলির
ব্যাপারে এক এক করে
বলবো।
Also read –
এখন ৯ টি এন্ড্রয়েড apps
দিয়ে টাকা আয় করুন
মোবাইলে গেম খেলে
টাকা আয় করুন
মোবাইল দিয়ে অনলাইন
আয় কিভাবে করবেন ?
নিজের একটি ফ্রী এন্ড্রয়েড
app তৈরী করে কি লাভ
হবে ?
আপনারা হয়তো Google play
store এ গিয়ে নিজের android
মোবাইলের জন্য এপস
ডাউনলোড সব সময় করেন।
তাই তো?
সেখানে আপনারা হাজার
রকমের লক্ষ লক্ষ apps
পেয়েযান যেগুলির মধ্যে
৮০% ফ্রি।
তাহলে কথা হলো যে, যারা
সেই apps গুলি বানাচ্ছেন
এবং play store দিয়ে
আমাদের ফ্রীতে ডাউনলোড
করে ব্যবহার করতে দিচ্ছেন,
তাদের কি লাভ হচ্ছে ?
তারাও তো কিছু না কিছু
নিয়মে কারণে apps
বানিয়ে play store এ
দিচ্ছেন।
এটার উত্তর হলো, “টাকা
কমানোর জন্য“. তারা
নিজের app এর দ্বারা টাকা
কমিয়ে নিচ্ছেন।
হে, একটি এন্ড্রয়েড app
বানিয়ে টাকা কামানো
অনেক সোজা। আপনার কেবল
একটি আকর্ষণীয়
(ইন্টারেষ্টিং) মোবাইল
এন্ড্রয়েড app বানাতে হবে।
উদাহরণ স্বরূপে, মোবাইল
গেম, ফটো এডিটর app বা
অন্য যেকোনো app যেটা
লোকেরা ব্যবহার করে
ভালো পাবে।
তারপর, Google admob এ গিয়ে
নিজের একটি একাউন্ট
বানাতে হবে। Admob
একাউন্ট বানানোর জন্য
আপনার জিমেইল আইডির
প্রয়োজন হবে।
এখন, AdMob একাউন্টে নিজের
app এ দেখানোর জন্য কিছু
বিজ্ঞাপন তৈরি করতে
হবে। বিজ্ঞাপন বানিয়ে
নেয়া অনেক সোজা। এতে
আপনার কেবল ২ থেকে ৩
মিনিট লাগবে।
এখন বানিয়ে নেয়া
বিজ্ঞাপনের কিছু কোড
আপনাকে admob দিবে যেটা
আপনাকে নিজের app এ
লাগাতে হবে। এতে, যখন
কেও আপনার app ব্যবহার
করবে, সে আপনার লাগানো
admob এর বিজ্ঞাপন দেখতে
পাবে। আর এতে, যত বেশি
লোকেরা আপনার app
ব্যবহার করবে আপনি
বিজ্ঞাপনের দ্বারা ততটাই
বেশি টাকা আয় করতে
পারবেন।
এবং, লোকেরা Google play
store এ তাদের apps গুলি
আপলোড করেন বা
রেজিস্টার করেন এজন্যই
কারণ, এটাই একটা জায়গা
যেখান থেকে আপনার app
প্রচুর পরিমানে লোকেরা
ডাউনলোড করে ব্যবহার
করবেন।
বিশ্বাস করুন, আজ অনেকেই
একটি ফ্রী app বানিয়ে
তাতে admob এর বিজ্ঞাপন
ব্যবহার করে অসংখ টাকা
কমিয়ে নিচ্ছেন এবং সেটা
আপনিও পারবেন।
তাহলে, হয়তো এখন আপনি
জেনে গেছেন, “কেন
লোকেরা app বানিয়ে
Google playstore এ দেন এবং
তাতে কি লাভ হয়” .
এবং, হয়তো এটাও জেনে
গেছেন, যদি আপনি ফ্রি
android মোবাইল এপস
বানিয়ে নেন, তাহলে
তাতে আপনার কি লাভ
হবে।
জেনে গেছেন তো। .?
1. নিচে দেয়া ওয়েবসাইট
গুলি ব্যবহার করে
ফ্রি app তৈরি করুন।
2. নিজের বানানো app
গুগল প্লে স্টোরে দিন
(রেজিস্টার করুন) Google
play console দ্বারা.
3. Admob এর ব্যবহার করে
বানানো app এ
বিজ্ঞাপন লাগান।
4. নিজের android app
দিয়ে টাকা আয় করুন।
কিভাবে android app
বানাবেন ? এপস বানানোর
জন্য ৩ ফ্রি ওয়েবসাইট
তাহলে যদি আপনারা
ভাবছেন, কিভাবে android
app বানানো যাবে, তাহলে
এর উত্তর হলো নিচে দেয়া
এই ৩ টি ওয়েবসাইট ব্যবহার
করে।
সবকয়টি ওয়েবসাইট,
আপনারা ফ্রীতে ব্যবহার
করতে পারবেন এবং নিজের
জন্য অনেক রকমের এন্ড্রয়েড
গেম এবং অন্য রকমের
এন্ড্রয়েড এপস বানিয়ে
নিতে পারবেন।
ওয়েবসাইট গুলি ব্যবহার
করার জন্য আপনাদের, একটি
কম্পিউটার বা ল্যাপটপের
প্রয়োজন হবে।এবং, মনে
রাখবেন আপনার ব্যবহার
করা কম্পিউটার বা
ল্যাপটপে যাতে, ইন্টারনেট
কানেক্শন থাকে।
তাহলে চলুন, আমরা ফ্রি
মোবাইল এপস বানানোর জন্য
৩ টি ওয়েবসাইটের বেপারে
জেনেনেই।
Android apps তৈরী করার ৩
টি ফ্রী ওয়েবসাইট
১. Appsgeyser.Com – build
unlimited apps
Create android apps free !
যদি আপনি একটি ওয়েবসাইট
বা ব্লগ app এ রূপান্তর
(convert) করতে চান, তাহলে
appsgeyser থেকে আপনি
অনেক সহজে যেকোনো ব্লগ
বা ওয়েবসাইট ফ্রীতে
android app এ রূপান্তর করতে
পারবেন।
তা ছাড়া, মেসেঞ্জার এপস
বানানো, মোবাইল ওয়েব
ব্রাউসার, ফটো এডিটর apps
তৈরি, মোবাইল লাইভ টিভি
এপস, ভিডিও ডাউনলোড apps
এবং আরো অন্যান্য অনেক
ধরণের android application
আপনারা এই ওয়েবসাইটে
গিয়ে বানিয়ে নিতে
পারবেন।
আপনার কোনোধরনের
কোডিং নলেজ এর প্রয়োজন
নাই। কেবল, সাইট টিতে যান
এবং নিজের মন মতো যেরকম
app বানাতে চান সেটা
বেঁচে নিন। আর, এখানে
যেকোনো ধরণের Apps
তৈরির নিয়ম অনেক সরল
এবং সোজা।
হে, Appsgeyser ওয়েবসাইট এ
বানানো apps আপনারা
Google play store এ জমা করে
তার থেকে টাকা আয় করতে
পারবেন।
Visit website – Appsgeyser free
app builder
২. Mobincube – create apps and
earn
Mobincube app maker !
Mobincube থেকে app
বানানো অনেক সোজা এবং
এই app builder থেকে আপনারা
অনেক advanced এবং stylish
মোবাইল apps বানিয়ে
নিতে পারবেন। আপনাদের
কেবল ওয়েবসাইট টিতে
গিয়ে sign up করতে হবে। এর
পর, নিজের ফ্রি মোবাইল app
তৈরি করে সেগুলি publish
করতে পারবেন।
এখানে আপনারা কেবল
android app ছাড়া, উইন্ডোস
মোবাইল app এবং অন্য অনেক
ধরণের অপারেটিং
সিস্টেমের এপস ফ্রীতে
বানাতে পারবেন।
জরুরি কথা, এখানে
বানানো এপস গুলি আপনারা
গুগল প্লে স্টোরে আপলোড
করে অসংখ ডাউনলোড বা
ইনস্টল পেয়েযাবেন।
তাছাড়া, mobincube এর
monetization অপসন চালু করে
app এ বিজ্ঞাপন দ্বারা
আপনারা টাকা আয় করতে
পারবেন। তাই, এপস বানিয়ে
টাকা আয় করা এখন অনেক
সহজ এবং সোজা।
কোনো কোডিং ছাড়া
আপনারা এখানে সুন্দর সুন্দর
মোবাইল application বানিয়ে
এখানথেকেই টাকা আয় করা
শুরু করতে পারবেন। এবং, সব
কিছুই ফ্রি।
Visit website – Mobincube ওয়েবসাইট
৩. App.Yet – convert any website
to app
Convert website to apps !
Appyet.com ওয়েবসাইটটি
ব্যবহার করে আপনারা
অনেক সহজে যেকোনো ব্লগ
বা ওয়েবসাইট একটি android
app এ কনভার্ট (convert) করতে
পারবেন। এই ওয়েবসাইট
বিশেষ করে একটি ব্লগ বা
ওয়েবসাইটকে app
বানানোর জন্যই আপনাকে
সুবিধা দেয়। সবকিছুই ফ্রি
এবং কোনো কোডিং নলেজ
ছাড়াই আপনি করে নিতে
পারবেন। ২ থেকে ৫
মিনিটের ভেতরে নিজের
app বানিয়ে নিন এবং Google
play store বা অন্য কোনো app
store এ নিজের app আপলোড
করে ইনস্টল বাড়িয়ে নিন।
Visit website – Appyet app
creator
আমাদের শেষ কথা,তাহলে বন্ধুরা, আপনারা
যদি একটি ফ্রী এবং কোনো
কোডিং ছাড়া একটি সহজ
উপায় বা নিয়ম খুঁজছেন
এন্ড্রয়েড এপস তৈরী করার,
তাহলে উপরে আমি বলা ৩
টি সাইট অবশই ব্যবহার করে
দেখবেন। আপনি খুব সহজে
আপনার মন মতো অনেক
রকমের মোবাইল apps
বানিয়ে নিতে পারবেন।
আজ এই পযন্তই সবাই ভালো থাকবেন।
2022s ago (Jun 12,2022)
Leave a Reply
You must be logged in to post a comment.